আত্মহত্যা পরিহারে পদযাত্রা

‘‘আত্মহত্যা পরিহার করি, মূল্যবোধে জীবন গড়ি’’ স্লোগানে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১টায় ল অ্যায়ারনেস অ্যান্ড ডেভলপমেন্ট ভ্যালুসের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের আইন ও শরীয়াহ অনুষেদ সামনে থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষিণ শেষে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

Post MIddle

পদযাত্রায় অংশ গ্রহণ করেন এলএভিডিসির প্রতিষ্ঠাতা সভাপতি ও আইন শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. রেবা মন্ডল, অ্যাসিটেন্ট প্রফেসর মো. আমজাদ হোসেন, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অ্যাসিটেন্ট প্রফেসর মোছা. শাম্মী আক্তার।

এসময় উপস্থিত ছিলেন ল এ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্টের লেকচারার শাহিদা আক্তার আশা, ইবিসাসের সহ-সভাপতি ও এলএভিডিসির উপদেষ্টা সদস্য কেএম মাহ্ফুজুর রহমান মিশু, মোমিনুর রহমান, মারুফ ওহাব প্রমুখ।

পছন্দের আরো পোস্ট