জাবি সমাজবিজ্ঞান অনুষদের গবেষণা প্রকল্পের সেমিনার

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অর্থায়নে সম্পাদিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের গবেষণা প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে সেমিনার উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক।

Post MIddle

উদ্বোধনী ভাষণে প্রধান অতিথি অনুষদভুক্ত শিক্ষকদের গবেষণা ক্ষেত্রে নব নব দ্বার উন্মোচনের আহ্বান জানান। অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. রাশেদা আখতারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. আল মাসুদ হাসানুজ্জামান, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম।

উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনটি সেশনে অনুষদভুক্ত শিক্ষকগণ গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

পছন্দের আরো পোস্ট