মাভাবিপ্রবিতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

রাজধানীর শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী বাস চাপায় নিহতের ঘটনায় নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে এবং নির্বিচারে পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার(৩ আগস্ট) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
Post MIddle
মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীর একাত্মতা পোষন করে অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীরা বিভিন্ন নামে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা নিরাপদ সড়ক চাই। আর যেন কোন মায়ের বুক খালি না হয় তা সরকারকেই নিশ্চিত করতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের নির্মম নির্যাতন কাম্য নয়। এর মাধ্যমে প্রমাণ হয় দেশে কোন আইন-আদালত নেই। স্বাধীনভাবে ন্যায্য আন্দোলন করার কারও অধিকার নেই। সবকিছুই সরকারের একানায়কতান্ত্রিকতার বহুমাত্রিক রুপ।
এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের ঘোষিত নয় দফা দাবির প্রতি সকল শিক্ষার্থী সমর্থন জানান এবং আন্দোলন চালিয়ে যেতে বলেন।
পছন্দের আরো পোস্ট