আইইউবিতে ‘বহুজাতিক কোম্পানীতে বৈশ্বিক ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-র ক্যারিয়ার গাইডেন্স এন্ড প্লেসমেন্ট (সিজিপি) ও ইনডিপেনডেন্ট ম্যানেজমেন্ট সোসাইটি’র যৌথ উদ্যোগে ‘বহুজাতিক কোম্পানীতে বৈশ্বিক ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার জুলাই ৩০, ২০১৮ তারিখে আইইউবি ক্যাম্পাস বসুন্ধরা, ঢাকায় অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান বক্তা ছিলেন সিটি ব্যাংক এন. এ. মালয়েশিয়ার আঞ্চলিক বাস্তবায়ন ম্যানেজার অসীম তাজওয়ার মাতিন। সেমিনারে আলোচনার সময় জনাব মাতিন বৈশ্বিক পেশা নির্বাচনে নিজের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষার্থীদেরকে নিজ প্রতিষ্ঠানে নেটওয়ার্ক তৈরী; সবসময় প্রতিযোগিতাপুর্ণ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার উপর জোর দেন।

Post MIddle

আইইউবি’র বাণিজ্য অনুষদের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা এই সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনার শেষে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইইউবি’র সিজিপি কাউন্সেলর ফারজানা হাফিজ এবং ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ইফতেখার মাহফুজ সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন।

পছন্দের আরো পোস্ট