ঢাবিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এশিওরেন্স সেলের সমাপনী সভা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে “ইনস্টিটিউশনাল কোয়ালিটি এশিওরেন্স সেল” শীর্ষক উপ-প্রকল্পের সমাপনী সভা আজ ২৯ জুলাই ২০১৮ রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের বিশেষ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

অধ্যাপক ড. রহমত উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কোয়ালিটি এস্যুরেন্স ইউনিটের প্রধান অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ওছঅঈ-এর প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা।

Post MIddle

এছাড়া, আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের প্রধানগণ এবং সেল্ফ অ্যাসেসমেন্ট এর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ।

একুশ শতকের চাহিদা পূরণে উচ্চ শিক্ষায় মান নিশ্চিতকরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক আয়োজিত ১ জানুয়ারি ২০১৫ থেকে ৩০ জুন ২০১৮ মেয়াদে ‘প্রাতিষ্ঠানিক শিক্ষার মান নিশ্চিত করণ’ উপ-প্রকল্পের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৩টি বিভাগ ও ইনস্টিটিউটে সেল্ফ অ্যাসেসমেন্ট কার্যক্রম পরিচালিত হয়।

পছন্দের আরো পোস্ট