ইবিতে নবীণ বরণ ও বিদায় সংবর্ধণা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীণ বরণ ও বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনের করিডোরে লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।

জানা যায়, অনুষ্ঠানে লালমনিরহাট জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইউছুব আলী নিরব এর সঞ্চালনায় সভাপতি গোলাম আজম পথিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মার্কেটিং বিভাগের প্রভাষক শাহ আলম কবীর, বিশেষ অতিথি হিসেবে সমাজকল্যাণ বিভাগের প্রভাষক মমতা মস্তরী উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত লালমনিরহাট জেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে জেলা ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। বিদায়ী শিক্ষার্থীদের হাতে সৌজন্য স্মারক তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

পছন্দের আরো পোস্ট