নর্দান ইউনিভার্সিটিতে নতুন ৩ ডিন

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ তিন জন নতুন ডিন নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত নতুন ডিনবৃন্দ হলেন, প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো: হুমায়ূন কবীর, প্রফেসর আবু জায়িদ মুহাম্মাদ ও প্রফেসর ড. মুশাররফ এম হোসেন। নর্দান ইউনিভার্সিটি এক অনাড়ম্বর অনুষ্ঠানে গত ২৩ জুন নতুন এই তিন ডিনকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়।

এ সময় উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ, বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল করীম, ট্রেজারার মোঃ আনোয়ার হোসেন, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) মোঃ একতেদার আহমেদ সিদ্দিকী প্রমূখ। অনুষ্ঠানে নতুন ডিনবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Post MIddle

নতুন নিয়োগপ্রাপ্ত ডিনদের মধ্যে প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মো: হুমায়ূন কবীর বিজ্ঞান অনুষদের দায়িত্ব পালন করবেন। একই সাথে তিনি টেক্সটাইল বিভাগের হেড হিসেবেও দায়িত্ব পালন করবেন। এর পূর্বে দেশের খ্যাতিমান এ শিক্ষাবিদ ইবাইস ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি, ড্রেসডেন ইউনিভার্সিটি (জার্মানি)-এ শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে। নর্দান বিশ্ববিদ্যালয়ের ডিন হিসেবে তিনি প্রফেসর ড. মোঃ একরাম আলী শেখ এর স্থলাভিষিক্ত হলেন।

ল’ এর ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন প্রফেসর আবু জায়িদ মুহাম্মাদ। ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট-এ ল’ এন্ড হিউম্যান রাইটস বিভাগের চেয়ারম্যান হিসেবে তাঁর দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গুরুত্বপূর্ণ কমিটিতেও দায়িত্ব পালন করেছেন তিনি।

প্রফেসর ড. মুশাররফ এম হোসেন বাণিজ্য অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন। সাউথইস্ট, প্রাইম এশিয়া, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটিসহ দেশি বিদেশী প্রতিষ্ঠানে তাঁর শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে। তিনি নর্দান বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ড. মোঃ শফিউল্লাহ’র স্থলাভিষিক্ত হলেন।

পছন্দের আরো পোস্ট