অবরোধ কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধির পরিপন্থী

বিশ্ববিদ্যঅলয় কর্তৃপক্ষের বক্তব্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশক্রমে জানাচ্ছি যে, আজ (২৪ জুলাই ২০১৮) মঙ্গলবার একটি শিক্ষক সংগঠন কোনো প্রকার পূর্ব অবহিতকরণ ব্যতিত বিনা নোটিশে সকাল থেকে প্রশাসনিক ভবন অবরোধ করে এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারসহ সকল কর্মকর্তা ও কর্মচারিকে শক্তি প্রয়োগ করে অফিস থেকে বের করে দেয়। যা বিশ্ববিদ্যালয়ের আইন, রীতি এবং গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী।

Post MIddle

কর্তৃপক্ষ মনে করেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে বাধা প্রদান কর্মসূচি অগ্রহণযোগ্য এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধির পরিপন্থী। এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানাচ্ছেন।

কর্তৃপক্ষ বিভিন্ন প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারিগণকে স্বীয় দায়িত্ব ও কর্তব্য পালন সম্পর্কে সচেতন ও সজাগ থাকতে অনুরোধ করেছেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকের এই অবরোধ কর্মসূচিকে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধির পরিপন্থী এবং সেই সাথে প্রশাসনিক ও শিক্ষার পরিবেশ বাঁধাগ্রস্ত করবার প্রয়াস বলে মনে করছেন।

পছন্দের আরো পোস্ট