দৃক গ্যালারীতে শিল্পকর্ম প্রদর্শনী শুরু

নির্মেঘ ফাউন্ডেশন এবং আর্ট ফর কজ ঃ পার্ট – ১ এর উদ্যোগে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশণাল ইউনিভাসর্িিটর পৃষ্ঠপোষকতায় রাজধানীর দৃক গ্যালারীতে ১৩-১৫ জুলাই ২০১৮ “রোহিঙ্গাদের না বলা গল্প” শিরোনামে এক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। রোহিঙ্গা সংকটকে উপজীব্য করে চিত্রশিল্পী, আলোকচিত্রী এবং গ্রাফিক ডিজাইনারদের সমন্বয়ে গঠিত ২৫ সদস্যের একটি দল তাদের মেধা আর সৃজনশীলতা দিয়ে দক্ষ তুলির আঁচড়ে রোহিঙ্গাদের আবেগ-অনুভূতি, সংগ্রাম ও বেঁচে থাকার নিদারুন অর্থকষ্টের সেসব চিত্র তুলে ধরেছেন।

গতকাল শুক্রবার (১৩ জুলাই ) ধানমন্ডির দৃক গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের ত্রাণ ও দুর্যোগব্যবস্থাপনা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান তথ্য কমিশনার ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক অধ্যাপক ড. এম গোলাম রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য ভাস্কর মৃনাল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক মুস্তাফিজুল হক।

বক্তব্য রাখেন ‘আর্ট অব কজ’ এর সভাপতি মোঃ শাদাব নাভিদ, সাধারন সম্পাদক জেরিন সুবাহ রোদেলা ও নির্মেঘ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ইন্টারন্যাশনাল তার্কিস হোপ স্কুলের ও লেভেল পরীক্ষার্থী ফারিয়া সাফা খান।

Post MIddle

এ আয়োজনের প্রধান পৃষ্ঠােপষক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও স্ট্র্যাটিজিক পার্টনার হচ্ছে নির্মেঘ ফাউন্ডেশন। প্রদর্শনীতে ঢাকার ইংজেী মাধ্যমের বিভিন্ন স্কুলের প্রায় ২৫ জন শিক্ষার্থীর আকা ৪০ টি শিল্প কর্ম স্থান পেয়েছে। আয়োজকরা জানান এ প্রদর্শনীতে বিক্রিত শিল্পকর্মের সমুদয় অর্থ নির্মেঘ ফাউন্ডেশনের মাধ্যমে রোহিঙ্গাদের কল্যানে ব্যয় করা হবে।

‘আর্ট ফর কজ’ হচ্ছে গ্রীন হ্যারাল্ড স্কুলের গ্রেড ১২ এর শিক্ষার্থী মোঃ শাদাব নাভিদ ও দীপ্ত বিশ্বাস, জেরিন সুবাহ রোদেলা ও ফারিয়া সাফা খান এর যৌথ উদ্যোগ। আয়োজন সর্ম্পকে তারা বলেন, প্রথমে তারা দু দু’বার রোহঙ্গিা ক্যাম্প পরিদর্শন করেন। রোহিঙ্গারা কি অমানবিক ও মানবেতরভাবে জীবনযাপন করছে, তা বিশ্ববাসীর সামনে তুলে ধরাই আমাদের এ আায়োজনের মূল উদ্দেশ্য।

সবাই বলে রোহিঙ্গাদের এ দুর্দশা লাগব করার জন্য সঠিক পদক্ষেপ নেয়া অত্যন্ত জরুরী, কিন্তু কেহই কজের কাজ কিছুই করছে না। তাই রোহিঙ্গাদের করুন দূর্দশার চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে আমরা রংতুলি হাতে তুলে নিয়েছি এবং আমাদের মেধা, সৃজনশীলতা ও সামর্থ্যের সর্বোচ্চটা উজার করে দিয়ে রোহিঙ্গাদের বাস্তব চিত্র তুলে আনার চেষ্টাটাই আমরা করেছি।

ছবি কথা বলে এবং ছবিই যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ন মাধ্যম বিবেচনা করেই বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণে শিল্পকর্ম প্রদর্শনীকে বেছে নিয়েছেন বলে জানান আয়োজনের অন্যতম উদ্যোক্তা শাদাব নাভদ। প্রদর্শনী প্রতিদিন সন্ধ্যা ৬-৯ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

পছন্দের আরো পোস্ট