একাদশে ভর্তির আবেদন শুরু
একাদশ শ্রেণীতে ভর্তি হতে না পারা শিক্ষার্থীরা মঙ্গলবার (১০ জুলাই) থেকে আবার আবেদন করতে পারবেন। আগামী ১৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন তারা। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
এবার নিয়ে চতুর্থ দফায় আবেদনের সুযোগ দেয়া হচ্ছে। এ দফার আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী ১৭ জুলাই। ১৮ থেকে ২০ জুলাই পর্যন্ত ভর্তিচ্ছুরা কলেজ নিশ্চায়ন করতে পারবেন। কলেজ নিশ্চায়ন করা ছাত্র-ছাত্রীদের ২১ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে ভর্তি হতে হবে।