জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন যে ১৬ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের ১৬জন মেধাবী ছাত্র ‘জগন্নাথ হল ট্রাস্ট ফান্ড বৃত্তি’ লাভ করেছেন। আজ (৮ জুলাই ২০১৮) রবিবার উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. অসীম সরকার, সিন্ডিকেট সদস্য এস এম বাহালুল মজনুন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এবং হলের আবাসিক শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Post MIddle

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের দেশপ্রেমিক, বিনয়ী ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হবে।

বৃত্তিপ্রাপ্ত ছাত্ররা হলেন

সুজন চন্দ্র রায়, সুজন দাস, ইলিয়াস মুর্মু, পবিন চন্দ্র বর্মণ, পলাশ রায়, বিপ্লব বাড়ৈ, ধনেশ্বর রায়, অপু দত্ত, শুভ্র বিশ্বাস, পার্থ সরকার, দুলাল দাশ, তুষার সরকার, জয় চৌধুরী, মিলন কুমার দাশ, মৃণাল চন্দ্র রায় এবং সৌরভ কীর্ত্তনীয়া ।

পছন্দের আরো পোস্ট