জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ক্লাবের ট্রেনিং কোর্স

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট ক্লাবের উদ্যোগে App Monetization & App management Including Marketing এর উপর দেড় মাস ব্যাপী ট্রেনিং কোর্স এর আজ  উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সরাকারের আই সি টি বিভাগ এর অধীনে, Ezze Technology Ltd. এর উদ্যোগে এবং ম্যনেজমেন্ট ক্লাবের সহোযোগিতায় এই ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করা হয়। উক্ত কোর্স এ দুটি ব্যাচ এ মোট ৮০জন শিক্ষার্থী অংশ গ্রহন করবেন।

সর্বমোট ৯০ ঘন্টার এই ক্লাসে তাদের App Monetization, Project Management, Business Analytical, Monitoring Application, Publication Application, Digital Marketing এর উপর হাতে কলমে ট্রেনিং দেয়া হবে।

ট্রেনিং এর উদ্বোধন করেন ম্যানেজমেন্ট ক্লাবের উপদেষ্টা ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃমিজানুর রহমান।

কোর্স বিষয়ে সার্বিক ধারনা প্রদান করেন Ezze Technology Ltd. এর Head of H R আব্দুল মুকিত  কোর্সের সার্বিক তত্বাবধায়ক হিসেবে কাজ করবেন ম্যানেজমেন্ট ক্লাবের সভাপতি মাইনুল হোসেন মুন্না। কোর্স শেষে উর্ত্তীন শিক্ষাথীদের সার্টিফিকেট প্রদান করা হবে।

পছন্দের আরো পোস্ট