জাবি কামাল উদ্দিন হলের নতুন প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলের নতুন প্রশাসনিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ সকালে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম নির্মিতব্য প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন।

Post MIddle

এ সময় উপাচার্য আশা প্রকাশ করেন যে, নির্ধারিত সময়ের মধ্যেই এ ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হবে। নতুন প্রশাসনিক ভবন নির্মাণ সম্পন্ন হলে এ হলে আরো অতিরিক্ত ২০জন ছাত্রের আবাসিক সুবিধা বৃদ্ধি পাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস সূত্র জানায়, প্রাথমিক পর্যায়ে এ হলের প্রশাসনিক ভবনটি একতলা নির্মাণ করা হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হল প্রভোস্ট সিকদার মো. জুলকারনাইন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নূরুল আলম, সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, বিভিন্ন হল প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবদুস সালাম শরীফ, ভারপ্রাপ্ত জনসংযোগ পরিচালক আবদুস সালাম মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট