চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

‘Think Twice, Act Wise’এর উদ্যোগে EMK CENTER এর সহায়তায় গতকাল (৮ জুলাই ২০১৮) রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে ÒYouth Engagement in Countering Violent Extremism : A Confluence of Policy and Practice”বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেন এবং কর্মশালা উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম নিজামী, হাটহাজারী সার্কেলের এডিশনাল এসপি আবদুল্লাহ আল মাসুম ও চ.বি. রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী।

উপাচার্য তাঁর ভাষণে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সামাজিক সচেতনতামূলক বিষয়ে কর্মশালা আয়োজন করায় আয়োজকবৃন্দদেরকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, জঙ্গি-সন্ত্রাস ও উগ্রবাদ বৈশ্বিক সমস্যা।

বিশ্বব্যাপি আধুনিক রাষ্ট্রসমূহ এ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আধুনিক বাংলাদেশের রূপকার দেশরত্ন শেখ হাসিনা এ সকল সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন এবং শক্ত হাতে তা দমনের সার্বিক দৃশ্যমান কার্যক্রম গ্রহণ করেছেন।

যা বিশ্বব্যাপি ভূয়সী প্রশংসা অর্জন করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের তরুণ-মেধাবী যুব সমাজকে ধর্মান্ধতা পরিহার করে প্রকৃত ধার্মিকতার আলোকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত হতে হবে এবং তাদের চিন্তা শক্তি উর্বর করতে হবে, জ্ঞান-প্রজ্ঞার উন্মেষ ঘটাতে হবে।

এ জন্য সরকার গৃহীত কার্যক্রমকে সার্বিকভাবে সমর্থন জানিয়ে শিক্ষার সকল স্তরে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী, প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার-প্রসারসহ সমাজের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। মাননীয় উপাচার্য আজকের এ গুরুত্বপূর্ণ কর্মশালার সার্বিক সফলতা কামনা করে এর উদ্বোধন ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলাপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আসিফ মোহাম্মদ সাহান-এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন EMK CENTER এর প্রতিনিধি জনাব জিমানা আহমেদ এবং Think Twice, Act Wise টিমের সদস্য জনাব লামিয়া মোহসীন, নাইলা শারমীন ও আজওয়াদ আদনান। অনুষ্ঠান উপাস্থাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমীন আখতার শাকিলা। অনুষ্ঠানে চট্টগ্রাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট