কুয়েটে মোটিভেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) “ট্রান্সফরমিং স্টুডেন্টস উইকনেস ইনটু স্ট্রেন্থস” শীর্ষক মোটিভেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ ও ইইই এসোসিয়েশনের আয়োজনে আজ (২ জুলাই) সোমবার সকালে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর।

Post MIddle

ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ শাহজাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আব্দুর রফিক, বাংলাদেশ কেবল শিল্প লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. সোবহান মিয়া।

ওয়ার্কশপে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজী বিভাগের চেয়ারম্যান ড. এম. কামরুজ্জামান মজুমদার এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এর সহকারী অধ্যাপক মোঃ জহির উদ্দীন। ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।

পছন্দের আরো পোস্ট