কুষ্টিয়া হরিপুরে গ্রামীনফোন থ্রীজি টাওয়ার উদ্বোধন

বাংলাদেশের ১ নম্বর নেটওয়ার্ক এখন হরিপুর, কুষ্টিয়াই। কুষ্টিয়ার হরিপুর বাজারে গ্রামীনফোনের থ্রীজি টাওয়ারের উদ্বোধন উপলক্ষ্যে রবিবার (০১ জুলাই) বিকেল ৫ ঘটিকার সময় বর্ণ্যাঢ্য র‌্যালি ও কেক কেটে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন উপলক্ষে চলছে হরিপুর বোয়ালদাহ মোড়ে ও বাজারে সপ্তাহ ব্যাপি গ্রমীনফোন সিমের মেলা।

র‌্যালিতে স্থানীয় শতশত গ্রামীনফোনের গ্রাহক স্বঃর্তফুর্তভাবে অংশ গ্রহণ করেন।

Post MIddle

আজ কেক কেটে ও বর্নাঢ্য র‍্যালী ও ফিতা কেটে উদ্ভধোন করেন আঞ্চলিক ব্যবস্থাপক মিনহাজুল আলম।

প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরে হরিপুর ও তৎসংলগ্ন এলাকার গ্রামীণফোনোর গ্রাহকগন দুর্বল ভয়েস ও ডাটা উভয় নেটওয়ার্ক সমস্যাই ছিলেন। কিছুদিন পুর্বে হরিপুর ও তৎসংলগ্ন এলাকা গ্রমীণফোনের শক্তিশালী থ্রীজি নেটওয়ার্কের আওতায় আসে। আজ আনুষ্ঠানিক ভাবে উক্ত টাওয়ারের শুভ উদ্ভধোন করা হয় । এখন থেকে গ্রামীণফোনের গ্রহকগন শক্তিশালী থ্রীজি ডাটা এবং পরিষ্কার ভয়েস কল উপাভোগ করতে পারবেন ।

আয়োজিত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গ্রামীনফোনের সিনিয়র টেরিটরি ম্যানাজার মো: তারিকুল ইসলাম তারিক এবং ডিষ্ট্রিবিউটর অজয় সুরেখা, চেম্বার অব কমার্সের সদস্যবৃন্দ, হাউজ ম্যানাজার তিতাস দাস, হরপুরের বিক্রেতাগন, গ্রামীনফোনের স্থানীয় গ্রাহক ও গন্য মান্য ব্যক্তিবর্গ ।

পছন্দের আরো পোস্ট