কানাডিয়ান ইউনিভার্সিটিতে সুমিত আগারওয়াল

বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন দ্বার খুলে দিচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এ উপলক্ষ্যে কানাডার স্বানমধন্য ভ্যানকোভার আইল্যান্ড ইউনিভার্সিটি ও কিং’স ইউনিভার্সিটি কলেজের (কানাডা) প্রতিনিধি সুমিত আগারওয়াল কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর সঙ্গে মতবিনিময় সভা করেছে।

বুধবার (২৭ জুলাই, ২০১৮) ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর এক্সিকিউটিভ চেয়ারম্যান শাহনুল হাসান খান।

Post MIddle

সভায় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাথে ভ্যানকোভার আইল্যান্ড ইউনিভার্সিটি ও কিং’স ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থীদের ক্রেডিট হস্তান্তর বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া, উভয় প্রতিষ্ঠানে যৌথভাবে উচ্চশিক্ষা প্রদান, গবেষণা ও প্রকাশনার ব্যাপারে পর্যালোচনা করেন তারা।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, স্কুল অব বিজনেসের ডীন প্রফেসর উইলিয়াম এইচ. ডেরেঞ্জার, রেজিস্টার ব্রি. জে. মো আসাদুজ্জামান সুবহানী (অব.) ও ইন্টারন্যাশনাল রিলেশন্স ম্যানেজার আলী শাখাওয়াত আকন্দ।

পছন্দের আরো পোস্ট