ভর্তির জন্য ১৭৩ কলেজে আবেদন শুন্য
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সারাদেশের ১৭৩টি কলেজে কেউ আবেদন করেনি। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।গত ১০ জুন আন্তঃশিক্ষা বোর্ড সারাদেশের সব সরকারি-বেসরকারি কলেজে একাদশ শ্রেণির ভর্তি আবেদনের ফল প্রকাশ করে।
এতে দেখা যায়, সারাদেশে ১৬ হাজার ৪০৬টি কলেজে অনলাইনে ভর্তির আবেদন নেওয়া হয়। এর মধ্যে ১৭৩টি কলেজে কোনো শিক্ষার্থী আবেদন করেনি। এসএসসিতে পাস করা শিক্ষার্থীদের মধ্যে ১৩ লাখ ১৯ হাজার ৬৭৫ জন একাদশ শ্রেণিতে ভর্তি হতে আবেদন করে।
এর মধ্যে ৯৪ শতাংশ শিক্ষার্থী তাদের পছন্দ অনুযায়ী নির্বাচিত কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। প্রায় ৬২ হাজার শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি। এদের মধ্যে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০ হাজার।
ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক হারুন-আর-রশিদ জানান, সারাদেশে ১৭৩টি কলেজে ভর্তির জন্য কেউ আবেদন করেনি। এসব কলেজের মধ্যে যেগুলোর বয়স পাঁচ বছর অতিক্রম হয়েছে অথচ শিক্ষার্থী ভর্তি হচ্ছে না, সেসব কলেজ রাখার প্রয়োজন নেই। ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর শিক্ষার্থীশূন্য কলেজগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
জিপিএ-৫ পেয়েও কাঙ্ক্ষিত কলেজে ভর্তির সুযোগ না পাওয়ার বিষয়ে কলেজ পরিদর্শক বলেন, ভালো ফলধারীদের সবারই ভালো কলেজে ভর্তির দিকে নজর থাকে। কিন্তু ভালো কলেজগুলোয় সীমিত আসন থাকায় জিপিএ-৫ পেয়েও অনেকে ভর্তি সুযোগ পায় না। প্রথম ধাপে যারা কোনো কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি, তারা দ্বিতীয় ও তৃতীয় ধাপ পর্যন্ত শূন্য আসন থাকা কলেজগুলোতে আবেদন করার সুযোগ পাবে।