বাবা, অামার বাবা
আমায় তুমি কোনো এক দাওয়াতে নিয়ে গিয়েছিলে যেন। দাওয়াতে ভাত-মাংসর সাথে দই দিয়েছিলো খেতে। দই যতটুকু দিয়েছিল ততটুকু খাওয়ার পর আমার আবার দই খেতে খুব ইচ্ছে করেছিল। কিন্তু যাদের বাড়িতে দাওয়াত খেতে এসেছিলাম, তাদের দাওয়াতের সবটুকু দই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু আমার অবুঝ মনের বায়না আর কান্না তখন থামায় কে! খাবো বলেছি তো খাবোই। তখন রাত প্রায় ২টা বাজে। এত রাতে আমাদের এলাকায় কোনো দোকান খোলা নেই।