অরণ্যে শুদ্ধ ভালবাসা

আঙ্গুল ছুঁয়েছি হৃদপিন্ডে তোমার
আষ্টেপৃষ্ঠে এবার
খাম বন্দী করবো ওই আত্মাটাকে
সন্তর্পণে জাল বিছিয়েছি
চতুর্দিকে
ফসকে যেন যেতে না পারে বারেবার ।
অনির্বাণ অরণ্যে তোমার বাস
বহতা নদীর স্পর্শতায় ভিজে থাকো অহরোজ
পৃথিবীর বিন্যাসে বুনো ফুল
যেমনি থাকে অবিরোধ ।
ক্রমাগত বর্ণিল ঢেউ
ভেঙে যায় তোমার শস্যতলে ,
সমুদ্র শরীর তোমার
নিরন্তর ক্ষয়ে যাওয়া নদীর তটে
Post MIddle
এঁকে দেয় গুটিকয় বদ্বীপ জলে।
অথচ…
অথচ প্রিয়তম
তোমার শিরা উপশিরায়
যে নির্যাস চুঁয়ে চুঁয়ে পড়ে
দৃষ্টিতে তৃষিত আলোড়ন
শ্বেতকণিকা অস্থিমজ্জা জুড়ে
হাল্কা আলোয় স্নানরত গ্লুকোমা
সবটাতেই আমার সরব আগমন ,
প্রবল বেগে প্রদক্ষিণ করে যাচ্ছি
তোমার সংরক্ষিত শুন্য আসন।
তুমি দেখে নিও
আমাদের জীবন উচ্ছাসের দোলায়
দিনরাত বিকম্পিত হবে
শুদ্ধ ভালবাসার বর্ণিল আলোকোচ্ছাস…
পছন্দের আরো পোস্ট