কানাডিয়ান ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের ওরিয়েন্টেশন

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ সামার-২০১৮ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। বুধবার ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত উপদেষ্টা প্রফেসর এমিরেটাস ড. এ. কে. আজাদ চৌধুরী। তিনি বলেন, অল্প সময়ের মধ্যে এ বিশ^বিদ্যালয়টি খুব দ্রুত উন্নতি করছে। সংখ্যার চেয়ে শিক্ষার্থীদের যোগ্যতাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে এ বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর প্রফেসর এমিরেটাস ড. আতিউর রহমান। শিক্ষার্থীদের যোগ্য মানুষ হওয়ার পাশাপাশি দেশ গড়ার সুনাগরিক হওয়ার আহবান জানান তিনি।

Post MIddle

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ শারাফাত। এছাড়া আরো উপস্থিত ছিলেন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ এ. আরাফাত ও রেজিস্ট্রার ব্রি. জে. মো. আসাদুজ্জামান সুবহানী (অব.)।

পছন্দের আরো পোস্ট