খুবিতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির চেক হস্তান্তর

আজ (২৪ মে) খুলনা বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিকভাবে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির চেক হস্তান্তর করা হয়। ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. আশীষ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি মেধাবী শিক্ষার্থীদের প্রতি বৃত্তির অর্থের সদ্বব্যবহার করে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য প্রচেষ্টার আহবান জানান। পরে তিনি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। এ সময় সহকারী ছাত্র বিষয়ক পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ২৮টি ডিসিপ্লিনের ৭৮ জন শিক্ষার্থীর মাঝে এই বৃত্তি প্রদান করা হয়।

পছন্দের আরো পোস্ট