ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন

ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংসতা ও দেশটির নাগরিগদের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ র‌্যালি করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা । মঙ্গলবার দুপুর পৌনে ১ টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

Post MIddle

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ইসরাইল ফিলিস্তিনে নারী ও শিশু হত্যা করে মানবধিকার লঙ্ঘন করেছে । মানবাধিকার সংঘটন গুলোকে হামলাকারীদেও বিরুদ্ধে সোচ্চার হতে হবে । তাছাড়া এ ব্যাপারে জাতিসংঘের ভূমিকার প্রশ্ন তোলে তারা বলেন, এই হামলার বিরুদ্ধে জাতিসংঘ সঠিক দায়িত্ব পালন করছেনা ।আন্তর্জাতিক সংস্থা হয়েও তারা ক্ষমতাধর দেশগুলোর দালালী করছে । জাতিসংঘ সহ বিশ্বের সকল দেশকে ওই গণহত্যার বিরুদ্ধে দাড়ানোর আহবান জানান তারা ।

পছন্দের আরো পোস্ট