জাবিতে শিক্ষর্থীদের রিক্সা চালকের মাঝে রেইনকোট বিতরন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৩৫ জন রিক্সা চালকের মাঝে রেইনকোট বিতরণ করেছে ১ম বর্ষের (৪৭তম আবর্তন) শিক্ষার্থীরা । বুধবার দুপুরে রেইনকোট পেয়ে উচ্ছ¡াসের হাসি দেখা গেছে রিকশাচালকদের মুখে। রেইনকোট বিতরণকালে ৪৭ ব্যাচের শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, ‘আমরা কয়েকজন প্রথমে আলোচনাকরে  আইডিয়াটা ঠিক করি। আমরা ব্যাচের অফিসিয়াল ফেসবুক গ্রæপে আলোচনা করে ক্লাস প্রতিনিধিদের মাধ্যমে টাকা সংগ্রহ করি’। তিনি আরো বলেন, ‘আরও টাকা থাকলে আমরা হয়ত ক্যাম্পাসের সব রিকশাওয়ালাকে রেইনকোট তুলে দিতে পারতাম’।

Post MIddle

এদিকে বর্ষর মৌসুমে রেইনকোট পেয়ে আবেগআপ্লুত হয়েছে রিক্সা চালকেরা। এর মাধ্যমে বৃষ্টিকে উপেক্ষা করে শিক্ষার্থীদের আরো বেশি সেবা দিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন তারা।

১ম বর্ষের শিক্ষার্থীদের এমন মহৎ উদ্যোগকে স্বাগত ও প্রশংসার দৃষ্টিতে দেখেছেন ক্যাম্পাসের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবার।

পছন্দের আরো পোস্ট