কুয়েটে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ শীর্ষক সেমিনার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে আজ (১৬ মে) বুধবার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। প্রধান অতিথির বক্তৃতায় কুয়েট ভিসি বলেন, সফলভাবে মহাকাশে এই স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে বাংলাদেশ এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।

Post MIddle

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশকে ডিজিটাল দেশে রূপান্তরিত করার ক্ষেত্রে ‘বঙ্গবন্ধু-১’ স্যাটেলাইট অনেক বড় ভূমিকা পালন করবে। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইইই অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ আব্দুর রফিক। সেমিনারে টেকনিক্যাল সেশন পরিচালনা করেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ জাহেদুল ইসলাম এবং ড. মোঃ জহিরুল ইসলাম। সেমিনারে সভাপতিত্ব করেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ শাহজাহান।

উল্লেখ্য, গত শুক্রবার (১১ মে) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে দেশের ইতিহাসে প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ মহাকাশে উৎক্ষেপণ করে।

পছন্দের আরো পোস্ট