আইইউবিতে দুটি বইয়ের মোড়ক উন্মোচন

অধ্যাপক ড. ইমতিয়াজ এ হোসেনের লেখা ট্রান্সআটলান্টিক ট্রানজিশন: ব্যাক টু দি গ্লোবাল ফিউচার এবং অধ্যাপক ড. মোহা. আমিনুল করিমের টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরী হাই পলিটিক্্র ইন দি ইন্দো-প্যাসিফিক এ্যান্ড দি বে অফ বেঙ্গল শীর্ষক বই দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৫ মে) আইইউবি অডিটোরিয়াম, বসুন্ধরা, ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার এ্যান্ড পার্টিশিপেসন রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং তত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্ট্রিজের চেয়ারম্যান জনাব তৌহিদ সামাদ ও আইইউবি’র উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান।

অনুষ্ঠানে বই দুটির উপর পূর্ণাঙ্গ আলোচনা করেন ইংরেজী দৈনিক ডেইলি স্টারের সহযোগী সম্পাদক ব্রি.জে. শাহিদুল আনাম খান, এনডিসি, পিএসসি (অব.) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সর্ম্পক বিভাগের অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফ ।

Post MIddle

অধ্যাপক ড. ইমতিয়াজ এ হোসেন আইইউবি’র গ্লোবাল স্টাডিজ এ্যান্ড গর্ভনেন্স প্রোগামের প্রধান এবং অধ্যাপক ড. মোহা. আমিনুল করিম আইইউবি’র বিজনেস অনুষদের ডীন হিসেবে কর্মরত আছেন।

মোড়ক উন্মোচন শেষে একটি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গবেষকগণ এবং আইইউবি’র সিনিয়র শিক্ষক-কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট