বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটিতে শিক্ষকতার সুযোগ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে শিক্ষকতার সুযোগ দেয়া হয়েছে। এব্যাপারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইউনিভার্সিটির ৯টি বিভাগে লেকচারারসহ শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে। চলুন জেনে নেয়া যাক বিস্তারিত :

লেকচারার :
১. ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি-০৩ টি পদ
২. পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট-০১ টি পদ
৩. অফশোর ইঞ্জিনিয়ারিং-০১ টি পদ
৪. নেভাল আর্কিটেকচার অ্যান্ড ওশান ইঞ্জিনিয়ারিং-০১ টি পদ

যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল/গণিত/মেরিন সায়েন্স/প্রাণিবিদ্যা/ওশানোগ্রাফি/ফিশারিজ/জিওপজি বিষয়ে স্নাতকসহ ওশানোগ্রাফি/মেরিন সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। এমফিল/সমমান অথবা পিএইচডি সমমান ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। এসএসসি থেকে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি/বিভাগ/সমমান থাকতে হবে। শিক্ষার কোনো স্তরেই তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমান এবং গ্রেডিং পদ্ধতিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সিজিপিএ ৪.০০-এর কম গ্রহণযোগ্য হবে না।

বেতন : নিয়োগপ্রাপ্তদের মাসিক ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে।

এসিস্ট্যান্ট প্রফেসর :
১. ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি-০১ টি পদ
২. ইংরেজি-০১ টি পদ

যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল/গণিত/মেরিন সায়েন্স/প্রাণিবিদ্যা/ওশানোগ্রাফি/ফিশারিজ/জিওপজি বিষয়ে স্নাতকসহ ওশানোগ্রাফি/মেরিন সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। এমফিল/সমমান অথবা পিএইচডি সমমান ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। এসএসসি থেকে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি/বিভাগ/সমমান থাকতে হবে। শিক্ষার কোনো স্তরেই তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমান এবং গ্রেডিং পদ্ধতিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সিজিপিএ ৪.০০-এর কম গ্রহণযোগ্য হবে না।

বেতন : নিয়োগপ্রাপ্তদের মাসিক ৫০ হাজার থেকে ৭১ হাজার টাকা স্কেলে বেতন দেওয়া হবে।

Post MIddle

এসিস্ট্যান্ট প্রফেসর :
১. নটিক্যাল সায়েন্স-০১ টি পদ
২. পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট-০১ টি পদ
৩. মেরিটাইম ল-০১ টি পদ
৪. অফশোর ইঞ্জিনিয়ারিং-০১ টি পদ
৫. নেভাল আর্কিটেকচার অ্যান্ড ওশান ইঞ্জিনিয়ারিং-০১ টি পদ
৬. ইংরেজি-০১ টি পদ
৭. রসায়ন-০১ টি পদ
৮. বাংলা-০১ টি পদ
৯. ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি-০২ টি পদ

যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল/গণিত/মেরিন সায়েন্স/প্রাণিবিদ্যা/ওশানোগ্রাফি/ফিশারিজ/জিওপজি বিষয়ে স্নাতকসহ ওশানোগ্রাফি/মেরিন সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। এমফিল/সমমান অথবা পিএইচডি সমমান ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। এসএসসি হইতে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি/বিভাগ/সমমান থাকতে হবে। শিক্ষার কোনো স্তরেই তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমান এবং গ্রেডিং পদ্ধতিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সিজিপিএ ৪.০০-এর কম গ্রহণযোগ্য হবে না।

বেতন : নিয়োগপ্রাপ্তদের মাসিক ৫০ হাজার থেকে ৭১ হাজার টাকা স্কেলে বেতন দেওয়া হবে।

প্রফেসর :
ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি-১ টি।

যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল/ গণিত/ মেরিন সায়েন্স/ প্রাণিবিদ্যা/ ওশানোগ্রাফি/ ফিশারিজ/ জিওপজি বিষয়ে স্নাতকসহ ওশানোগ্রাফি/মেরিন সায়েন্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। এমফিল/সমমান অথবা পিএইচডি সমমান ডিগ্রিধারীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। এসএসসি হতে স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি/বিভাগ/সমমান থাকতে হবে। শিক্ষার কোনো স্তরেই তৃতীয় শ্রেণি/বিভাগ/সমমান এবং গ্রেডিং পদ্ধতিতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সিজিপিএ ৪.০০-এর কম গ্রহণযোগ্য হবে না।

বেতন : নিয়োগপ্রাপ্তদের মাসিক ৫৪ হাজার ৫০০ থেকে ৭৪ হাজার ৪০০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে।

আবেদন করবেন যেভাবে : আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://www.bsmrmu.edu.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় : আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মে, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পছন্দের আরো পোস্ট