ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সিএসই ফেস্ট উদযাপিত

ইস্ট ওয়েস্ট বিশ্বদ্যিালয় এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একুশ বছর পূর্তি উপলক্ষে ১০ – ১৩ মে চারদিন ব্যাপী ‘সিএসই ফেস্ট ২০১৮’ শিরোনামে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় । আয়োজনের মধ্যে ছিল র‌্যালি, কুইজ প্রতিযোগিতা, প্রোগ্রামিং প্রতিযোগিতা, গেমিং প্রতিযোগিতা, প্রজেক্ট তৈরীর প্রতিযোগিতা, সেমিনার এবং সবশেষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Post MIddle

১০ মে সকালে রাজধানীর আফতাব নগরে উদ্বোধনী অনুষ্ঠান ও র‌্যালির মাধ্যমে ‘সিএসই ফেস্ট’ এর উদ্বোধন করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। ১৩ মে রবিবার বিকেলে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. ইঊসুফ আলী মোল্লাহ। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. ফকরুল আলম এবং কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. আহমেদ ওয়াসিফ রেজা। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় ইস্ট ওয়েস্ট বিশ্বদ্যিালয় ও কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সিএসই ফেস্ট উৎসবের।

পছন্দের আরো পোস্ট