জাবিতে বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদের কমিটি গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিকদের সংগঠন ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক পরিষদ’ এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজিত সংগঠনটির শুভারম্ভ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এ কমিটি ঘোষণা করেন। কমিটিতে দায়িত্বপ্রান্তরা হলেন-আহ্বায়ক অধ্যাপক মো.নুরুল আলম,যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ফরহাদ হোসেন,অধ্যাপক মো. আবদুল মান্নান চৌধুরী ও অধ্যাপক মুহম্মদ হানিফ আলী ও সদস্য সচিব অধ্যাপক বশির আহমেদ।এছাড়া সংগঠনটির উপদেষ্টা হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম, অধ্যাপক এম এ মতিন, অধ্যাপক ফরহাদ হোসেন ও অধ্যাপক শেখ মো. মনজুরুল হক দায়িত্বগ্রহন করেন।এর আগে দুপুর ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম শুভারম্ভ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

Post MIddle

এ সময় তিনি বলেন,বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু,সুন্দর শিক্ষা ও গবেষনার পরিবেশ বজায় রাখার জন্য কাজ করতে হবে।এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থিদের মধ্যে অন্তঃকোহল সম্পর্কে ইঙ্গিত দিয়ে বলেন,‘আমাকে রাষ্ট্রপতি নিয়ম মেনেই পুনঃনিয়োগ দিয়েছেন। যারা বিভ্রান্ত করেছেন,তারা শেখ হাসিনার কথা অমান্য করে ক্যাম্পাসে অস্থিতিশলিতা তৈরী করতে চক্রান্ত করছে।’ উল্লেখ্য,জাবিতে আওয়ামীপন্থিদের এ অংশটি ভিসিকে সমর্থন দিচ্ছেন।অপরদিকে অধ্যাপক শরীফ এনামুল কবিরের নেতৃত্বে‘বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ও প্রগতিশীল শিক্ষক সমাজ নামে আরেকটি আওয়ামীপন্থি অংশ রয়েছে যারা ভিসি বিরোধী হিসেবে পরিচিতি।এরা দীর্ঘদিন যাবৎ ভিসির বিভিন্ন কাজে অসহোযগিতা ও সমালোচনা করে টানা মানবন্ধন,অবরোধ করে যাচ্ছে।

পছন্দের আরো পোস্ট