
রাবি শিক্ষক রেজাউল করিম হত্যা মামলার রায়:২ জনের ফাঁসি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের শিক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার রায়ে ২ জনের ফাঁসি ও ৩ জনের যাবজ্জীবন কারাদ-ের রায় দিয়েছে আদালত। সাথে বিশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। এ সময় এক জন আসামি ছাড়া বাকি সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার দুপুরে দ্রুত বিচার ট্রাইবুনাল এর বিচারক শিরীন কবিতা আখতার এ মামলার রায় ঘোষণা করেন । ফাঁসির দ-প্রাপ্তরা হলো, বগুড়ার শিবগঞ্জের মাসকাওয়াত হাসান ওরফে আব্দুল্লাহ ওরফে সাকিব ও বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিার্থী শরিফুল ইসলাম।
যাবজ্জীবন কারাদ-প্রাপ্তরা হলো, নীলফামারির মিয়াপাড়ার রহমত উল্লাহ, রাজশাহী মহানগরীর নারিকেলবাড়িয়া এলাকার আবদুস সাত্তার ও তার ছেলে রিপন আলী, কিন্তু এ হত্যা কান্ডের মূল পরিকল্পনাকারী জঙ্গি শরিফুল এখনও পলাতক রয়েছ বলে জানা যায়।
চাঞ্চল্যকর এ হত্যা মামলার অভিযুক্ত ৮ আসামির মধ্যে খায়রুল ইসলাম বাঁধন, নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান ও তারেক হাসান ওরফে নিলু ওরফে ওসমান আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
রাজশাহীর দ্রুতবিচার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপরে আইনজীবী (পিপি) অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু জানান, গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে স্যাগ্রহণ শুরু হয়। মামলায় মোট ৩২ জন সাী ছিলেন। যথাযথ প্রক্রিয়া শেষে রায় ঘোষণার জন্য এদিন ধার্য করা হয়।
এদিকে অধ্যাপক রেজাউল করিমের পরিবারের সদস্য ও তার সহকর্মীসহ শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছে। তবে দ্রুত রায়ের বাস্তবায়ন দেখতে চাই তারা।
উল্লেখ্য: গত ২০১৬ সালের ২৩ এপ্রিল সকালে নিজের বাড়ি কাছে গলাকেটে হত্যা করা হয় অধ্যাপক ড. এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে। পরদিন নিহতের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।