নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে নজরুলপ্রেমীদের সম্মেলন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্ম-জয়ন্তীকে সামনে রেখে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলে অনুষ্ঠিত হয়েছে নজরুলপ্রেমীদের সম্মেলন। গত শনিবার (৫ মে) আন্তর্জাতিক নজরুল চর্চা কেন্দ্রের আয়োজনে এ সম্মেলন আয়োজিত হয়। আয়োজনে বিশিষ্টজনদের কণ্ঠে উচ্চারিত হয় অনুবাদের মাধ্যমে বিশ্বব্যাপী নজরুলচর্চাকে ছড়িয়ে দেওয়ার আহ্বান।

অনুষ্ঠানের উদ্বোধন করেন নজরুল গবেষক অধ্যাপক ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম। কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ.এইচ.এম মুস্তাফিজুর রহমান ও নজরুল গবেষক ড. সৌমিত্র শেখর।

পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব ছিল বিশিষ্ট নজরুল শিল্পীদের অংশগ্রহণে নৃত্য-গীতে সজ্জিত সাংস্কৃতিক পরিবেশনা।

পছন্দের আরো পোস্ট