জীবিত লাশের শেষ ইচ্ছা
আমি মরে গেলে
আমার লাশের সাথে প্রেম করিস।
কাফনের এক কোণায়
তোর আচল বেধে রাখিস।
অনেক ঘুমে ক্লান্ত আমার
ঘুম না আসে যদি
দুহাতে চোখ দুটো নিভিয়ে দিস।
আর একটা বার শক্ত করে
আকড়ে ধরিস হাত
যত আদর সব গালে মেখে নিস।
চেনা রাস্তায় সেদিনও হাটবো দুজন
আমি আগে তুই পিছে
আগেপিছে নয় পাশাপাশিই ভাবিস।
ক্লান্ত এই শরীরটা
মাটিস্নানের আগে
আর একটা বার দৌড়ে আসিস