চবির সাথে অগ্রণী ব্যাংকের কর্পোরেট গৃহ নির্মাণ ঋণ চুক্তি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য কর্পোরেট গৃহ নির্মাণ ঋণ প্রদান উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অগ্রণী ব্যাংক লিমিটেড এর মধ্যে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান গতকাল (৭ মে) চবি উপাচার্য দপ্তরের সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এ সময় চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, কর্পোরেট ব্যাংক ঋণ মঞ্জুরীর নীতিমালা প্রণয়ন কমিটির সভাপতি প্রফেসর ড. সুলতান আহমেদ, চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আহমদ সালাউদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ, হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. ফরিদুল আলম চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার (নির্বাচন ও বিধি বিধান শাখা) মোহাম্মদ ইউসুফ, অগ্রণী ব্যাংকের ডিজিএম ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ ও মোহাম্মদ সাইফুল ইসলাম, অগ্রণী ব্যাংকের চবি শাখার ব্যবস্থাপক সফিউল আজম, প্রিন্সিপ্যাল অফিসার কার্তিক কুমার পাল, সিনিয়র অফিসার সুজন ভট্টাচার্য, চবি অফিসার সমিতির সভাপতি এ কে এম মাহফুজুল হক ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম, কর্মচারী সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (শহীদ), কর্মচারী ইউনিয়নের সভাপতি জোস মোহাম্মদ ও সাধারণ সম্পাদক নুরুল আবছার উপস্থিত ছিলেন।

উপাচার্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত সকলকে আন্তরিক স্বাগত জানান। তিনি দীর্ঘদিন ধরে এ সংক্রান্ত কমিটি যাচাই-বাছাই করে একটি গ্রহণযোগ্য নীতিমালার মাধ্যমে উভয়পক্ষের সম্মতিতে ঋণ প্রদানের সিদ্ধান্তে উপনীত হওয়ায় কমিটির সম্মানিত সভাপতি সহ সদস্যদের এবং অগ্রণী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান। উপাচার্য এ ঋণ প্রদানের ব্যাপারে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতার মাধ্যমে সংশ্লিষ্টদের ঋণ প্রদানের কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য, এ কর্পোরেট ঋণ ১০% সরল সুদে বেতনের সর্বোচ্চ ৬০ বেসিক পর্যন্ত প্রদান করা হবে এবং ১৮০ কিস্তিতে পরিশোধ করতে হবে। এ চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব কে এম নুর আহমদ ও অগ্রণী ব্যাংকের পক্ষে উক্ত ব্যাংকের চবি শাখার ব্যবস্থাপক জনাব সফিউল আজম স্বাক্ষর করেন।

পছন্দের আরো পোস্ট