ইউনি ক্রিকেটে মেট্রোপলিটন ইউনিভার্সিটির জয়

কেমন ইনডোর ইউনি ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। গতকাল মঙ্গলবার সকালে ঢাকার মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ৩২ রানে সাউদার্ন ইউনিভার্সিটিকে হারায় মেট্রোপলিটন ইউনিভার্সিটি।

টসে জিতে ফিল্ডিংয়ে নামে সাউদার্ন ইউনিভার্সিটি। ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান মাহবুবের অপরাজিত ৬৯ রানে ভর করে নির্ধারিত ৭ ওভারে সাত উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। সাউদার্নের বেলাল ও মুজিব দুটি করে উইকেট দখল করেন। জবাব দিতে নেমে ১১৪ রানেই গুটিয়ে যায় সাউদার্ন ইউনিভার্সিটি। ৩২ রানের ব্যবধানে জয় পায় মেট্রোপলিটন ইউনিভার্সিটি। দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচসেরা হন মেট্রোপলিটনের মাহবুব।

প্রসঙ্গত, সিলেট বিভাগের একমাত্র দল হিসেবে ইউনি ক্রিকেটে অংশ নিচ্ছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। ঢাকায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল অংশগ্রহণ করছে। আগামীকাল বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে গ্রিন ইউনিভার্সিটির মোকাবেলা করবে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। প্রথম পর্বের শেষ ম্যাচে বুয়েট দলের সাথে লড়বে মেট্রোপলিটন।

পছন্দের আরো পোস্ট