জাবিতে নবীন শিক্ষার্থীদের বরণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে ‘নবীন বরণ ও পুরস্কার বিতরণী’র আয়োজন করেছে ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ।রোববার (০৬ মে) সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- সোমবার সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে নবীন বরণের আনুষ্ঠানিকতা শুরু হবে। অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ইমরান নাদিমের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক লিটন নন্দী।

অনুষ্ঠানে নবীনদের বরণ ও পুরস্কার বিতরণীর পর শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। কনসার্টে মুক্তমঞ্চ মাতাবে ব্যান্ডদল মেঘদল, মাদল, সায়েম জয় ও নুরুল্লাহ।

ইতিমধ্যে নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নানা ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে সংঘটনটি।

এর আগে সংগঠনটির উদ্যোগে নবীন ছাত্রদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া আবৃতি, নাচ, গান, উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

##

পছন্দের আরো পোস্ট