রাবিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ

বাংলাদেশ ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবীব রুমনের মুক্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে প্রগতিশীল ছাত্রজোট।

আজ রোববার ছাত্রফ্রন্টের দলীয় টেন্ট থেকে নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বরিশালে শ্রমিকদের ভূখা আন্দোলন থেকে গ্রেফতারকৃত ছাত্রফ্রন্ট নেতা ইমরান হাবিব রুমন, শ্রমিক নেতা মিঠুন চক্রবর্তীসহ গ্রেফতারকৃত সকল শ্রমিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে। তাদের নামে করা মামলা প্রত্যাহার করতে হবে।

সমাবেশে রাবি ছাত্র ফেডারেশনের রাজনীতি ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাব্বত হোসেন মিলনের সভাপতিতে বক্তব্য দেন রাবি শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক রঞ্জু হাসান, ছাত্র ইউনিয়নের সদস্য শাকিলা খাতুন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি লিটন দাস।

পছন্দের আরো পোস্ট