জাককানইবিতে হিসাববিজ্ঞান বিভাগের ১০ম বর্ষপূর্তি উদযাপন

বণাঢ্য নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের দশম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। ০৬ মে (রবিবার) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ে আনন্দ র‌্যালির মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে ‘গাহি সাম্যের গান মঞ্চে’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ নূরুন নবী তালুকদার, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার সুভাষ চন্দ্র দাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুব্রত কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে দিনব্যাপী বর্ষপূর্তি অনুষ্ঠানের।

পছন্দের আরো পোস্ট