গান, কবিতা আর নাটকে “প্ল্যাটফর্ম”র বর্ষপূর্তি

“আমি তারায় তারায় রটিয়ে দেবো, তুমি আমার…”; “আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে…” গানের তালে তালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) রবিবারের (৬ মে) বিকালটি হয়ে ওঠেছিল উৎসবমুখর। গানের সাথে দর্শকদের মুহুর্মুহু কড়তালি আর উল্লাসের মাধ্যমে জমে ওঠেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র ব্যান্ডদল “প্ল্যাটফর্ম”র বর্ষপূর্তি অনুষ্ঠান।
গান, কবিতা, নাটকের জাঁকজমকপূর্ণ পরিবেশনার মাধ্যমে রবিবার (৬ মে) ব্যান্ডদলটি তাদের ২য় বর্ষপূর্তি উদযাপন করে।
বর্ষপূর্তি অনুষ্ঠানে প্ল্যাটফর্মের সাথে দর্শকমাতানো গান নিয়ে পরিবেশনায় অংশ নেয় সাংস্কৃতিক সংগঠন “প্রতিবর্তন”। এরপর মনোমুগ্ধকর কবিতা পরিবেশন করে “অনুপ্রাস-কণ্ঠ চর্চা কেন্দ্র”।
সবশেষে ব্যতিক্রমী নাটক “খ্যাতির বিড়ম্বনা” নিয়ে মঞ্চে আসে বিশ্ববিদ্যালয়ের একমাত্র নাট্য সংগঠন “থিয়েটার-কুমিল্লা বিশ্ববিদ্যালয়”। নাটকটিতে সামাজিক অবক্ষয়ের একটি চিত্র ফুটে ওঠে।
উল্লেখ্য, ২০১৬ সালের ১১ এপিল বিশ্ববিদ্যালয়ের একমাত্র ব্যান্ডদল হিসেবে আত্নপ্রকাশ করে “প্ল্যাটফর্ম। এরইমধ্যে তারা ২ বছর পেরিয়ে ৩য় বর্ষে পা দিল সংগঠনটি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে তাদের সরব ও নান্দনিক উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে।
পছন্দের আরো পোস্ট