
মাভাবিপ্রবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রলীগের ১৮৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
শুক্রবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে মাভাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদার জানান, ১৮৮ সদস্যের কমিটিতে সহ-সভাপতি পদ পেয়েছেন ২৩ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ১১ জন, সাংগঠনিক সম্পাদক ১২ জন, সহ-সম্পাদক ৪৩ জন, এ ছাড়া সদস্য হিসেবে ৪৫ জনকে পদ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৯ অক্টোবর সজীব তালুকদারকে সভাপতি ও সাইদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।