
বৃষ্টির পানি পান করুন সুস্থ থাকুন
বৃষ্টির পানিতে থাকে অ্যালকালাইন পিএইচ যা অ্যাসিডিটি কমায় ও হজমশক্তি বাড়াতে সাহায্য করে। ট্যাপের পানি জীবাণুমুক্ত করতে ক্লোরিন ব্যবহার করা হয়। আর ফ্লোরাইড আসে মাটির নিচ থেকে। বেশি মাত্রায় ক্লোরিন বা ফ্লোরাইড পেটে গেলে গ্যাস্ট্রাইটিস ও মাথাব্যথার মতো সমস্যা বাড়ে।
বৃষ্টির পানিতে ফ্লোরাইড বা ক্লোরিন কোনোটাই থাকে না। বৃষ্টির পানিতে থাকা অ্যালকালাইন পিএইচ ক্যান্সার কোষের বৃদ্ধি ঠেকিয়ে দেয়। ক্যান্সার রোগীদের ক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে বৃষ্টির পানি। পাকস্থলীতে অ্যাসিডিটি বা আলসার থাকলে বৃষ্টির পানি ঔষুধের কাজ করে। কোনো মিনারেলস না থাকায় বৃষ্টির পানি অত্যন্ত কোমল। এই পানিতে মাথা ধুতে পারলে শ্যাম্পু বা সাবানের চেয়েও বেশি উপকার হয়।
বিজ্ঞানীরা বলছেন, সুন্দর সুস্থ ত্বক পেতে হলে বৃষ্টির পানি অত্যন্ত উপযোগী। সুগন্ধি সাবানে থাকে অ্যাসিডিক পিএইচ যা ত্বককে রুক্ষ ও প্রাণহীন করে দেয়। বৃষ্টির পানিতে এর বালাই নেই। বৃষ্টির পানি কোষে জমে থাকা খারাপ ব্যাকটেরিয়া দূর করে। ত্বকের জ্বালাও দূর হয়। তাই বিজ্ঞানীরা বলেছেন, বৃষ্টি দেখে আর ঘরে বসে থাকা নয়। প্রাণ ভরে ভিজুন, বৃষ্টির পানি ধরুন, বৃষ্টির পানি পান করুন।