
স্কাউটসের ভিডিও শেখার আয়োজন
‘সেবার জন্য প্রস্তুত থাকতে যথাসাধ্য চেষ্টা করা’ এই মূলমন্ত্র নিয়ে প্রায় ১৬ লক্ষ স্কাউটস প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাংলাদেশের আনাচেকানাচে। সেচ্ছাসেবী সংগঠনটির এই পথচলায় প্রতিদিন সৃষ্টি হচ্ছে অসংখ্য গল্প; স্কাউটিং কার্যক্রমের এই গল্পগুলো প্রণোদিত করে আমাদের অগ্রযাত্রাকে।
রোভার, গার্ল-ইন-রোভার ও তরুণ এডাল্ট লিডারদের ভিডিওগ্রাফির মাধ্যমে স্কাউটিং এর গল্প বলতে শেখানোর লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস এর জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং বিভাগের আয়োজনে ২৬-৩০ এপ্রিল, ৫ দিনব্যাপী জাতীয় স্কাউট সদর দফতরের শামস্ হলে আয়োজন করা হয় ‘ডিজিটালি স্টোরি টেলিং থ্রো ভিডিওগ্রাফি’ শীর্ষক প্রশিক্ষণের।
জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং বিভাগের জাতীয় কমিশনার সরোয়ার মোহাম্মদ শাহরিয়ারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মফিজুল ইসলাম, সচিব, আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয় ও সভাপতি, জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং বিষয়ক জাতীয় কমিটি, বাংলাদেশ স্কাউটস।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক আরশাদুল মুকাদ্দিস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর যুগ্ম নির্বাহী পরিচালক আবু মোতালেব খান ও ঢাকা ফটোগ্রাফিক ইন্সটিটিউটের চেয়ারম্যান শহীদুজ্জামান বাদল।
বাংলাদেশের প্রখ্যাত প্রশিক্ষকবৃন্দের সান্নিধ্যে অংশগ্রহণকারীদের ভিডিওগ্রাফি ও সিনেমাটোগ্রাফি সম্পর্কে ধারণা, ফ্রেমিং, কম্পোজিশন, পাণ্ডুলিপি রচনা, প্রামাণ্যচিত্র নির্মাণ, ভিডিও ক্যামেরা পরিচালনা কৌশল, প্রযোজনা, ভিডিও এডিটিং সহ বিভিন্ন বিষয় সম্পর্কে হাতে কলমে শেখানো হয়।
সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস এর জনসংযোগ, প্রকাশনা ও মার্কেটিং বিভাগের উপ কমিশনার সালাউদ্দীন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবদুস সালাম খান, কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামসুল হক, পরিচালক(সংগঠন), বাংলাদেশ স্কাউটস ও মোঃ জাকিউল হক, রিসোর্স পার্সন, ঢাকা ফটোগ্রাফিক ইন্সটিটিউট।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী রোভার মো. এনামুল হাসান কাওছার, জবি রোভার স্কাউট গ্রুপ ও বি এম মুজাহিদুল আলম, খুলনা জেলা নৌ রোভার অনুভূতি প্রকাশ করেন।
পরিশেষে, প্রশিক্ষণার্থীদের দ্বারা নির্মিত ৩টি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়।