
বাংলাদেশ ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
বাংলাদেশ ইউনিভার্সিটির ইংরেজী বিভাগের ৪৫তম ব্যাচের ছাত্রছাত্রীদের নবীনবরণ এবং একই বিভাগের ৩৪ তম ব্যাচের ছাত্রছাত্রীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩০ এপ্রিল) ইউনিভার্সিটি মিলনায়তনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ব্যাঙ্গালোরে অবস্থিত আইএসবিআর বিজনেস স্কুলের প্রফেসর ড. ক্রিপা শংকর গুপ্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে খুলনা বিশ্ববিদ্যালয়ের আরবান এবং রুরাল প্ল্যাানিং বিভাগের প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এবং বিইউ’র রেজিস্ট্রার মেজর নিয়াজ মোহাম্মদ খান (অবঃ)। অনুষ্ঠানে সভাপত্বি করেন ইংরেজি বিভাগের প্রধান শেখ আলাউদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন “জ্ঞান অর্জনের জন্য শিক্ষা ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই” তারা বাংলাদেশ ইউনিভার্সিটিতে শিক্ষার জন্য নেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধার প্রশংসা করে তা কাজে লাগানোর জন্য নবাগত ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ ও শিক্ষাথীরা উপস্থতি
ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্বে নবীণ ও বিদায়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।