
মেট্রোপলিটনে আইনগত সহায়তা দিবস পালিত
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটির উদ্যোগে র্যালি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলেছে দেশ/লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ’ শীর্ষক স্লোগানে গতকাল সকাল ১১টার দিকে আইন ও বিচার বিভাগের উদ্যোগে র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলা ২টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম. হাবিবুর রহমান লাইব্রেরি হলে জাতীয় আইনগত সহায়তা দিবসকে কেন্দ্র করে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৩১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এসময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক শিব প্রসাদ সেন, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান, প্রভাষক নিতু আক্তার, সহকারি রেজিস্ট্রার লোকমান আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।