
ইবিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে এ দিবসটি পালিত হয়। শনিবার দুপুর ১২টার দিকে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবন থেকে র্যালি বের করে।
র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাপ্ত হয়। এসময় র্যালিতে আইন বিভাগের সহকারী অধ্যাপক আনিচুর রহমান, সহকারী অধ্যাপক আরমিন খাতুনসহ বিভাগের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।