অফিস কক্ষে অবৈধ মালামাল: কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

সমাজবিজ্ঞান বিভাগের অফিস কক্ষে ফাইল কেবিনেট থেকে বিদেশি মদের বোতল উদ্ধার করার ঘটনায় এক কর্মকর্তাকে কারণ দর্শানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বুধবার ২৫ এপ্রিল ২০১৮ তারিখ সন্ধায় বিভাগটির অফিস কক্ষে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম-এর নেতৃত্বে সহকারী প্রক্টর মোঃ ছদরুল ইসলাম সরকার, বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার মুহিব্বুল ইসলামসহ পুলিশ বাহিনীর সদস্য এবং বিভাগটির কর্মকর্তা- কর্মচারীর সহযোগিতায় ঐ কক্ষ থেকে মদের বোতল সহ আরও কিছু মালামাল উদ্ধার করা হয়। এর পরিপ্রেক্ষিতে বিভাগটির সাবেক কর্মকর্তা (গ্রেড-২) মোঃ আতিকুজ্জামান সুমন-এর বিরূদ্ধে এই ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ।

উল্লেখ্য, সমাজবিজ্ঞান বিভাগে কর্মরত আতিকুজ্জামান সুমনকে গত মাসের শেষদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল-এ বদলি করা হয়। তাঁর স্থলে যোগদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল-এর কর্মকর্তা (গ্রেড-২) মোঃ মনিরুজ্জামান । বদলি আদেশের পর থেকেই কর্মকর্তা আতিকুজ্জামান সুমনকে সমাজবিজ্ঞান বিভাগের অফিসের ফাইল, আলমিরা এবং ফাইল কেবিনেটের চাবি হস্তান্তর করতে বারবার তাগাদা দেওয়ার পরও তা না করায় গত বুধবার এই অভিযান চালানো হয় ।

এসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ উপস্থিত ছিলেন।

পছন্দের আরো পোস্ট