ইবিতে আন্তঃবিভাগ টি-২০ ক্রিকেটে সেমি-ফাইনালে ইংরেজি বিভাগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ বিভাগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগকে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করল ইংরেজি বিভাগ। বুধবার (২৫ এপ্রিল) কোয়াটার ফাইনাল খেলায় ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগকে ৫৪ রানে হারিয়ে ইংরেজী বিভাগ এ জয় লাভ করে।

বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে অনুষ্ঠিত খেলায় ইংরেজি বিভাগ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১৪ রান। রনি ও আবিরের ওপেনিং জুটিতে , আবির ৬ রান করে কট বিহাইন্ড আউট হলেও অপর অপেনার রনি ঝরো গতিতে মাত্র ১৬ বলে ২ ছয় চারটি ৪ এর মাধ্যমে দলীয় সর্বোচ্চ ৩৮ করেন। প্রান্ত ও সাইদ এর ব্যাট থেকে আসে যথাক্রমে ২৬ ও ২৪ রান। শুরুটা দুর্দান্ত হলেও, নিয়মিত উইকেট পতনে বাকী কেউ ততটা ব্যাট হাতে সফল হতে পারে নি। ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগকে জয়ের জন্য লক্ষ্য দেয় ১১৫ রানের।

জবাবে ব্যাট করতে নেমে ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগ কোন উইকেট না হারিয়েই ৩ ওভারে ৩৭ রান তুলে নেয়। তারপরেই শুরু হয় মহা ব্যাটিং বিপর্যয়, মাত্র ৬০ রান তুলতে তাদের সবক’টি উইকেট হারিয়ে সাঁঝঘরে ফিরে যায় সবাই।

এদিকে, ইংরেজি বিভাগের জুনায়েদ ৪টি, সাইদ ৩টি ও জুবায়ের ১টি উইকেট পতন করেন এবং ২টি রান আউট হয়।

ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. এএইচএম আক্তারুল ইসলাম খেলার মাঠে সার্বক্ষণিক উপস্থিত থেকে খেলয়ারদের উৎসাহ প্রদান করেন এবং দুর্দান্ত এই জয়ের জন্য অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ হলো রয়্যাল ডিপার্টমেন্ট; সাংস্কৃতিক, খেলাধুলা, পড়াশোনাসহ বিশ্ববিদ্যালয়ের ১৭৫ একরের প্রতিটি অঙ্গনে যার আধিপত্য সদা বিরাজমান।’

খেলা শেষে অনুষদ ভবনে ইংরেজি বিভাগের সভাপতির কক্ষে এক মতবিনিময় সভায় মিলিত হয় খেলোয়াড়রা, সেখানে বিভাগের সিনিয়র অধ্যাপক ড. মিয়াহ মো. রাশিদুজ্জামান খেলোয়াড়দের বিভিন্ন দিক নির্দেশনা মূলক উপদেশ প্রদান করেন। তিনি ভুল-ভ্রান্তি গুলো তুলে ধরে তা সমাধানের পথ দেখিয়ে দেন এবং খেলার মাঠে উত্তেজিত না হয়ে ঠা-া মাথায় অবস্থা বুঝে মেধা খাটিয়ে খেলার জন্য পরামর্শ দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিজয়ী দলের সমন্বয়ক সহযোগী অধ্যাপক প্রদিপ কুমার অধিকারী, সহযোগী অধ্যাপক লিটন দাস, সহযোগী অধ্যাপক সাজ্জাদ জাহিদ, সহযোগী অধ্যাপক আসগর হোসাইন, ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র ও দলের কোচ সামস রানাসহ বিভাগের শিক্ষার্থী ও করমকর্তা-কর্মচারীবৃন্দ।

জয়ের ধারা অব্যাহত রেখে সেমি-ফাইনাল নিশ্চিত করায় ইংরেজি বিভাগ তথা বিজয়ী দলকে অভিনন্দন জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইংরেজি বিভাগের বয়োজ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী ও উপ-উপাচার্য ও বিভাগের বয়োজ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. শাহীনুর রহমান।

উল্লেখ্য, আগামী শনিবার সেমিফাইনালে ইংরেজি বিভাগের মুখোমুখি হবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান চ্যাম্পিয়ন দল চিরপ্রতিদ্বন্দ্বী আইন বিভাগ।

পছন্দের আরো পোস্ট