
আইডিয়াল কালচারাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন
গতকাল (২৬ এপ্রিল ২০১৮) বৃহস্পতিবার ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেটে আইসিসি অডিটোরিয়ামে “বর্ষবরণ ১৪২৫ উদযাপন” এবং আইডিয়াল কালচারাল একাডেমি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজীশ আলী খান।
উক্ত অনুষ্ঠানে বৈশাখী গান, নৃত্য, কবিতা আবৃত্তি এবং ফ্যাশন শোতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এছাড়াও দিনভর আয়োজিত বৈশাখী মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় ব্যক্তিবর্গ। সকলের অংশগ্রহণে এক আনন্দ উচ্ছ্বল প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয় এ মেলায়।
আবদুল হালিম পাটওয়ারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এম. এ. হালিম পাটওয়ারী সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন পাটওয়ারী, আলমগীর হোসেন পাটওয়ারী এবং আইডিয়াল কালচারাল একাডেমি’র পরিচালক মরিয়ম আক্তার পারভীন, আইডিয়াল কমার্স কলেজের অধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেন, আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মোঃ আব্দুল জলিল প্রমুখ।
এছাড়াও অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা মনোমুগ্ধকর এ অনুষ্ঠান উপভোগ করেন।