চুয়েটে কাল শুরু হচ্ছে তিনদিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসব

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)-এর শিক্ষা সমাপনী উৎসব র‌্যাগ ডে আগামিকাল ২৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০১৮ খ্রিঃ থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ‘১৩ ব্যাচের (৪৪তম ব্যাচ) বিদায় উপলক্ষে ‘একত্রয়ী র‌্যাগ-২০১৮’ শীর্ষক ২৬, ২৭ ও ২৮ এপ্রিল, ২০১৮ খ্রিঃ পর্যন্ত তিনদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

এবারের উৎসবের শিরোনাম রাখা হয়েছে “প্রাণবন্ত উপাখ্যানে, একত্রয় চিরন্তনে”। বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্ত্বর থেকে জমকালো উদ্বোধনের মাধ্যমে শুরু হবে তিনদিনের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।

উৎসবের প্রথম দিনে থাকছে চুয়েট ক্যাম্পাস এবং চট্টগ্রাম শহরে আকর্ষণীয় দুটি আনন্দ র‌্যালি, কালার ফেস্ট এবং ডিজে পার্টি। দ্বিতীয় দিন থাকবে ফিল্ম ফেস্টিবল এবং সাংস্কৃতিক সন্ধ্যা। সমাপনী দিনে থাকবে মজাদার সব গেইম, স্মৃতিচারণ এবং সবশেষে শনিবার বিকেল চারটা থেকে চুয়েট কেন্দ্রিয় খেলার মাঠে জমজমাট কনসার্ট আয়োজন।

পছন্দের আরো পোস্ট