
কুবিতে ‘গুগল ক্লাউড’ বিষয়ক কর্মশালা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তথ্যপ্রযুক্তিভিত্তিক ‘গুগল ক্লাউড’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আগামীর প্রযুক্তি বিশ্বে সর্বাধিক জনপ্রিয় হতে যাওয়া একটি বিষয়ের নাম ক্লাউড। ক্লাউড কম্পিউটিং নির্ভর হবে আগামীর তথ্য প্রযুক্তির ভবিষ্যৎ। বিশ্বের বিভিন্ন দেশে ক্লাউড কম্পিউটিং নিয়ে অনেক ধরনের কাজ ও গবেষণা হলেও বাংলাদেশে এই বিষয়ে কাজ করার পরিধি খুবই সীমিত। গুগল ডেভেলপারস গ্রুপ বাংলা (জিডিজি বাংলা) ২৪ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করে ক্লাউড স্টাডি জ্যাম-২০১৮ এর।
দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান এই কর্মশালায় জিডিজি বাংলা ক্লাউড কম্পিউটিং নিয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারনা দেয়। পাশাপাশি হাতে কলমে কুইকল্যাবের ‘গুগল ক্লাউড প্ল্যাটফর্ম’ এ বিনামূল্যে জিসিপি এসেনশিয়াল টেস্ট দেয়ার ব্যবস্থা করে।
কর্মশালাটির ক্যাম্পাস আয়োজক ছিলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি। বিশ্ববিদ্যালয়ের সাইবার সেন্টারে আয়োজিত এই ওয়ার্কশপে কুমিল্লার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০জন শিক্ষার্থী অংশ নেন। ওয়ার্কশপে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির সভাপতি সৈয়দ মাখদুম উল্লাহ, সাধারণ সম্পাদক ও জিডিজি বাংলার ক্যাম্পাস প্রতিনিধি ফাহমিদ হাসান। ওয়ার্কশপ পরিচালনা করেন জিডিজি বাংলার ক্যাম্পাস কো-অরডিনেটর সৈকত চক্রবর্তী এবং প্রশিক্ষক মাহাজুরুল করিম।
কর্মশালায় সফলভাবে ল্যাব টেস্ট দিতে পারা শিক্ষার্থীদের প্রত্যেকে একটি বিশেষ ব্যাজ ও সার্টিফিকেট পেয়েছেন যা প্রফেশনাল নেটওয়ার্ক সাইড লিংকড ইন’সহ বিভিন্ন সাইটের প্রোফাইলে ব্যবহার করা যাবে।