ব্যাঙের পান-চিনি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি)কলা ও মানবিক অনুষদ মহাসমারোহে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে দুই দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বৈচিত্র্যময় অনুষ্ঠানের আয়োজন করেছে।

আজ বৃহস্পতিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় কলা ও মানবিকী অনুষদের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপন কমিটির আহ্বায়ক,বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এটিএম আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

Post MIddle

পহেলা বৈশাখের দিন সকাল ছয়টায় বন্দনামূলক সঙ্গীত পরিবেশন,ছয়টা ত্রিশ মিনিটে মুড়কি বিতরন,নয়টা ত্রিশে শোভাযাত্রায় অংশগ্রহণ,বারোটায় লাঠি খেলা,সাপ খেলা,দুপুর দু’টো ত্রিশে পুতুল নাট্য,দুপুর তিনটা ত্রিশে বিভাগভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান,সন্ধ্যা ছয়টাই যৌথ সাংস্কৃতিক পরিবেশনা,সন্ধ্যা সাতটা ত্রিশে ভজন ক্ষ্যাপার সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে বৈচিত্র্যময় অনুষ্ঠানের সমাপ্তি হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক, অধ্যাপক স্বাধীন সেন, প্রভাষক সালমা আহমেদ, সুমাইয়া শিফাত প্রমুখ।

পছন্দের আরো পোস্ট